ইমোশনাল স্ট্যাটাস বাংলা – হৃদয় ছোঁয়া স্ট্যাটাস দিয়ে অনুভূতি

ইমোশনাল স্ট্যাটাস বাংলা দিয়ে আপনার মনের অনুভূতি প্রকাশ করুন। প্রেম, বিরহ, দুঃখ সুখের  মর্মস্পর্শী ইমোশনাল স্ট্যাটাস পাবেন এই পোষ্টে। আপনার ইমোশনাল স্ট্যাটাসে যুক্ত করুন এক আবেগের ছোয়া।

 

ইমোশনাল স্ট্যাটাস কি এবং কেন এত গুরুত্বপূর্ণ?

ইমোশনাল হচ্ছে একটা আবেগের অনুভূতি , সবার মাঝে আবেগ কাজ করে থাকে জীবনের প্রতিটি অনুভূতি আবেগ দ্বারা ছুয়ে যায় তাই ভালোবাসার মানুষ, বাবা মা, বন্ধুদের মাঝে ইমোশনাল স্ট্যাটাস প্রয়োজন পরে। ইমোশনাল স্ট্যাটাস বাংলা দিয়ে তার থেকে নিজের করে নেওয়া ও মান অভিমান ভাঙ্গানো প্রয়োজন তাই ইমোশনাল স্ট্যাটাস বাংলা প্রয়োজন।

 

 

ইমোশনাল স্ট্যাটাস বাংলা ২০২৫

আপনার মনের গভীর থেকে অপনার অনুভূতি প্রকাশ করার জন্য সব সময় শব্দ বা বাক্য বা ইমোশনাল স্ট্যাটাস বাংলা ভালো মানের কোথাও খোজাখুজির পরও পাওয়া যায় না। এখানে এমন কিছু ইমোশনাল ক্যাপশন দেওয়া আছে যা আপনি আপনার ফেসবুকে বা আপনার ‍প্রিয় মানুষকে শেয়ার করে তাহলে তার হৃদয়ে হিট করবে।

 

রংধনু সাত রং রঙ্গে রাঙ্গিয়ে দিও ভালোবসে,

যদিও বা আসে ঝড় ঠাই দিও আমায় বুকের বা পাশে।

 

প্রিয় মানুষের কাছে থেকে ফুল

পাওয়ার বিষয়টা সবচেয়ে বেশিই সুন্দর।

 

 

নারী সেই বুকেই ঘর বাধে,

যেই বুকে কান পাতলে নিশ্বাস এসে ডাকে।

 

 

কাউকে পাওয়ার  জন্য বা ইচ্ছে থাকা লাগে,

কারণ ফ্যামিলি তো সবার কাছেই প্রিয় থাকে ।

 

 

তোমাকে বারবার দেখতে চাওয়া আর কাছে পাওয়ার ইচ্ছেটা

যদি নেশা হয়ে থাকে, তবে আমি সেই নেশাতেই আসক্ত।

 

 

আমি ভালোবাসা বলতে বুঝি একজোড়া বিশ্বস্ত হাতকে,

যা কখনো ছেড়ে যাবে না।

 

 

 

পুরুষ তুমি সুন্দর হও বা না হও ওয নারী তোমাকে একবার তোমার

মায়ায় পড়েছে তার কাছে তুমি মহারাজা।

 

 

তুমি কখনো পুরনো হবে না আমার প্রিয়,

আমি তোমাকে রোজ নতুন করে ভালোবাসবো।

 

 

তুমি এসেছিলে বলেই আমি বুঝতে পেরেছি  নিজের থেকেও

কাউকে বেশি আসলে ভালোবাসা যায়।

 

 

 

শেষ নিঃশ্বাসেও তোমার চোখে চোখ রেখে বলতে পারবো ,

আমার পুরোটা পৃথিবী জুড়ে আমি তোমাকেই ভালোবাসি।

 

 

 

দুরুত্ব কেবল একটা শব্দ মাত্র,

তুমি থাকো আমার অন্তরের মাঝখানে।

 

 

আপনাকে ভালোবাসতে আমার কোন কারণ প্রয়োজন হয় না,

আমি আপনারে এমনিতেই অনেক ভালোবাসি।

আমার দীর্ঘদিনের মান-অভিমান আপনার এক ছোট্ট ম্যাসেজ নিমষেই শেষ

হয়ে যায়। কখনো যদি আমাকে জিজ্ঞাস করেন আমার জন্য ভালোবাসার মানে কি?

আমি শুধু এটাই বলবো যে “ আপনি”

 

 

জানি না তোমায় আমি ভব্যিতে পাবো কি না, সব অনিশ্চিতে জেনেও

তোমাকেই অসম্ভব ভালোবাসি।

 

 

আমি সুখে থাকতে চাই কিনা জানি না,

তবে আমি অনন্ত কাল তোমার কাছেই থাকতে চাই।

 

 

 

সত্যি কারের ভালোবাসা কখনো হাজার হাজারো মানুসের ভিরে হারিয়ে যায় না বরং

দূরবর্তী থেকে অবস্থান করলে তার শূন্যতায় আরো অনেক গভীরতা পায়,

যারা মন তেকে ভালোবাসে তারা এটা সবসময় উপলব্ধি করতে পারে আর

যারা শারীরিক ও নিজের স্বার্থের প্রয়োজনে ভালোবাসে তাদের ক্ষেত্রে এটা বোঝা কখনোই সম্ভব নয়।

 

 

 

তোমায় ভীষণ ভালোবাসি বলেই

তোমাকে হারিয়ে ফেলার তীব্র  ভয় হয় আমার।

 

আমি আপনার সব সিন্ধাতেই রাজিকিন্তু আমি ওই মানুষটাকেই

চাই যাকে আমি সব চাইতে অনেক  বেশি ভালোবাসি।

 

হাত ধরা শুধু একটি অঙ্গভঙ্গি নয়, এাটা একট ভালোবাসা ,

বিশ্বাস এবং চিরকালের  প্রতিশ্রুতি।

 

 

আমি আামার সবটুকু দিয়ে তোমাকেই ভালোবাসবো, বিনিময়ে তুমি শুধু পাশে থাইকো।

 

রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস

রোমন্টিক করতে কার না ভালো লাগে যে কারো রোমন্টিক করতে ভালো লাগে ইমোশনালের মাঝে যদি রোমান্টিকতা আসে তাহলে তো কোন কথাই নাই তাই আপনাদের জন্য কিছু রোমন্টিকতার ইমোশনাল স্ট্যাটাস দেওয়া হলো আশা করি অনেক ভালো লাগবে।

 

তুমি যতটুকু জানো তার চেয়ে হাজার শুনে  বেশি তোমাকে ভালোবাসি প্রিয়।

শুধু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও সারা জীবন আমার পাশে থাকবে?

শুধু  এই টুকু চাওয়া তোমার কাছে। তুমি আমার পাশে থাকলে যে পৃথিবীটা আামার স্বর্গের মতো লাগে।

 

 

ভালোবাসলে যে কাউকেই ছেড়ে আসা যায় , কিন্তু কখনো কারো মায়ায় পড়লে

তাকে ছাড়া তো দূরের কথা মৃত্যুর আগ পর্যন্ত তাকে কখনো ভুলা যায় না।

৪ মাস পর ছেড়ে যাবে জেনেও বিছানার চাদর গোছাও,

অথচ ৩০ বছর যার সাথে ঘুমাবা, তাকে একটু গোছাইয়া রাখতে পারো না।

 

যার প্রতি ব্যাক্তিগত অধিকার জন্মে যায়, তার প্রতি অন্যকারো নজর সহ্য করা যায় না।

 

 

তুমি যতই ব্যস্ত থাকো না কেন ক্লান্ত হয়ে পড়ো সেই সময়টাতেও তাকে একটু আগলে রেখো,

তোমার ভুল শুধরে দিয়ে হাতে হাত যে রাখে।

 

 

এই শুনো,

তোমার কাছে আমার কোন কিছূ চাওয়ার নাই,

শুধু শেষ পর্যন্ত আমার থেকে যেও।

 

 

তুমি আমার থেকে যেও , যেভাবে আকাশের বুকে চাঁদ থাকে,

আমিও ধেকে যাবো তোমার হাতে হাত রেখে।

 

 

হারিয়ে ফেলার ভয়ে খুচরা পয়সাকে যে ভাবে আগলে রাখে বুক পকেটে!

আমি তেমন করে আগলে রাখি তোমাকে।

 

 

প্রেম তোমার সাথে করেছি বিয়ে তোমাকেই করব এমন প্রতিশ্রুতি দেওয়ার

 মানুষ এই সমাজে নাই।

ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস

আচ্ছা ভালোবাসতে কে না ভালোবাসে সবারই জীবনে ভালোবাসা থাকে তার মাঝেও কিছু মান অভিমান থাকে তার জন্য রাগ অভিমান কমানোর জন্য কিছূ ইমোশনাল স্ট্যাটাস এর প্রয়োজন পড়ে তাই মজার মজার ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস বাংলা দিলাম খুব সহজেই শেয়ার করতে পারবেন।

 

ভালোবাসার কারণ সবাই হতে পারলেও, আসলে মানসিক কারণ সবাই হতে পারে  না।

 

 

জীবনসঙ্গী হিসেবে  সেইম ম্যান্টারিটির একজন মানুষপেলে

বেচেঁ থাকার ইচ্ছেটা শতগুনে বেড়ে যায়।

 

তুমি কখনো আমার কাছে পুরোনো হবে না প্রিয়, আমি তোমাকে রোজ নতুন করে ভালোবেসে যাবো।

 

তুমি এসেছিলে বলেই আমি অনেকটা বুজতে পেরেছি নিজের দেকেও কাউকে বেশি ভালোবাসা যায়।

 

সত্যিকারের ভালোবাসায় কোন চাহিদা থাকে না, থাকে শুধু একসাথে থাকার মহা পরিকল্পনা।

 

যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না- সত্যিই ভালোবাসা অনেক সুন্দর।

 

 

Leave a Comment